চট্টগ্রামে স্কুলের ঘন্টা কোথায় পাবেন?

 স্কুলের ঘন্টার ধ্বনি  আর যে কোন ঘন্টা ধ্বনির চাইতে আলাদা। স্কুলের শিক্ষার্থীদের কাছে এই ঘন্টা ধ্বনির আবেদন যতটা গভীর তারও চাইতে বেশি বোধ হয় যারা স্কুল ছেড়ে যায় তাদের কাছে। খুবই নস্টালজিক!
কিন্তু এই ঘন্টা কিনতে পাওয়া যায় কোথায়? 
আন্দরকিল্লায় স্টেশনারির দোকানগুলোয় ঘন্টা পাওয়া যাবে না। তারা হয়তো আপনাকে অর্ডার নিয়ে ব্যবস্থা করে দিতে পারে কিন্তু ঘন্টা বিক্রি করে না।  এ জন্য আপনাকে  যেতে হবে বক্সিরহাট। টেরি বাজারের ভেতর দিয়ে ৮ বা ১০ মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন। 

এখানকার দোকানগেুলোতে গেলে আপনাকে ঘন্টা দেখাবে। বিক্রি হয় কেজিতে । বেশির ভাগ ঘন্টা দু কেজি ওজনের। সবচাইতে বড় ঘন্টা ৩ কেজির কাছাকাছি। এর চাইতে বড় কিনতে হলে আপনাকে অর্ডার করতে হবে। ভাল পিতলের ঘন্টার কথা বললে এরা ধামরাইয়ের ঘন্টার কথা বলে। বিক্রি করার সময় কেজিতে মেপে আপনাকে দেখাবে। বিভিন্ন দোকানে বিভিন্ন দরে কেজি প্রতি ৮৫০টাকা হতে ১০৫০টাকা পর্যন্ত হয়। পিতলের ঘন্টার সাথে  একটি কাঠের হাতুরিও দিয়ে দেবে আপনাকে। ঘন্টার উপরের দিকে একটিা ছিদ্র করাই থাকে যাতে করে রশি দিয়ে ঝোলানো যায়। 


৩ কেজি ওজনের  একটি ঘন্টা কিনতে ২৭০০ থেকে ৩০০০টাকা পর্যন্ত খরচ হতে পারে। 

পিতেলের ঘন্টা শুধু কেনাই যায় না ভাল দামে বিক্রিও করা যায়। আমাদের পুরোনো পিতলের ঘন্টাটির মাঝখানে অনেক জায়গায় ভেঙ্গে গিয়েছিল। প্রায় দুই কেজি ওজনের ওই ঘন্টাটি বিক্রি করে আমরা ১১০০টাকা পেয়েছিলাম। 

ঘন্টা ব্যবহারের কিছু টিপস্
১. ভুলেও কখনো এতে লোহার হাতুরি ব্যবহার করা যাবে। আমাদের পুরোনো ঘন্টা ভেঙ্গে যাবার কারন মনে হয়েছে কেউ  এতে লোহার কিছু  দেয়ে বাড়ি দিয়েছিল। 
২. ঘন্টা মাটিতে রাখা যাবে না। এই টিপস্ টি দিয়েছিল দোকানদার। যেখান থেকে আমরা ঘন্টাটি কিনেছিলাম। 

Comments

Popular posts from this blog

Bangladesh Open University Bed. Question Paper 2017 & 2018

নমুনা পাঠটীকা (Lesson Plan)

শিক্ষকতাকে এক সময় ঘৃণা করতাম, পরে বুঝতে পারলাম যে আমার স্কুলটাই মূলত প্রধান সমস্যা ছিল।