Posts

Showing posts from July, 2015

চট্টগ্রাম শহরে হতে যাচ্ছে নতুন দুটি স্কুল।

খুবই ভাল উদ্যোগ। সেই ছোট থেকে সরকারি যে কয়টা স্কুল দেখে আসছিলাম এখনোই সেই কটাই আছে। সরকরি স্কূলগুলো পরিপূর্ণ স্কুল। হোস্টেল থাকে, প্রধান শিক্ষকের জন্য বাসা, খেলার মাঠ...। গত বিশ বছরে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে সম্ভবত বিশগুণেরও বেশি কিন্তু মাধ্যমিক পর্যায়ে সরকারি স্কুল বাড়ে নি। প্রতি বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে ২ হাজার শিক্ষার্থী ।। চট্টগ্রাম পাচ্ছে নতুন দুই সরকারি বিদ্যালয় : দৈনিক আজাদী, ২৭ জুলা্ই, ২০১৫

প্রিয় শিক্ষকের বিদায়ে ছাত্রছাত্রীদের ফ্লাশমব

Image
ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হয় আবার চলেও যায। তারা বড় বড় প্রতিষ্ঠানে চাকুরি করে, রাষ্ট্রের বড় কর্তা হয়, অভিযাত্রী হয় কিন্তু একজন শিক্ষক একইভাবে একটি প্রতিষ্ঠােনে থেকে বছরের পর বছর তার শিক্ষার্থীদের হৃদয় আর মানস গঠনে, তাদের শৈশবেকে উদ্ভাসিত আর অর্থপূর্ণ করার কাজে জড়িয়ে রাখেন নিজেকে, অবিরাম। তা্ই একজন শিক্ষকের এতো সুন্দর বিদায় অনুষ্ঠান হৃদয়স্পর্শী। যে শিশুদের ভালবাসা তিনি পেয়েছেন তাতে কোন খাঁদ নেই। http://www.dailymail.co.uk