Posts

Showing posts from 2020

করনা ভাইরাসের এই সময়ে কেমন আছে স্কুল!!

Image
সবে মাত্র নতুন একটা শিক্ষাবর্ষ শুরু হয়েছিল। কিছু স্কুলে পুরোদমে ক্লাস শুরু হয়েছিল। এমন সময়ে করনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যায় স্কুল। কেমন হয়েছে স্কুলের আঙিনা চলুন ঘুরে আসি। হিলভউ পাবলিক স্কুল, চট্টগ্রাম। প্রথমে দেখি পুরনো কয়েকটা ছবি সেপ্টেম্বর মাসে নেয়া কয়েটি ছবি

লকডাউনে শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে : পডকাস্ট

Image
প্রিয় শিক্ষার্থীরা,  কেমন আছ তোমরা। ঘরে থেকে থেকে মেজাজ খারাপ! আর ভাল লাগছে না? সে জন্য তোমাদের কথা মনে রেখে এই ঘরবন্দী জীবনটা কীভাবে আনন্দময় করা যায়, কী কী কাজ করে আমরা একটু অর্থবহভাবে আমাদের সময়টা ব্যয় করতে পারি তাই নিয়ে তোমাদের সাথে কথা বলতে চেয়েছি। প্রথমে ভেবে ছিলাম পড়াশোনার কথা থাকবে না, অন্য আর কী কী করে আনন্দের সাথে সময়টা পার করতে পারি শুধু সে কথা বলব। কিন্তু পরে তোমাদের ঠিক করলাম না পড়াশোনাটা একবারে বাদ দেয়া ঠিক হবে না, তাই পডকাস্টটি দুভাগে ভাগ করলাম, প্রথমটিতে তোমাদের লেখাপড়া নিয়ে অল্পসল্প কথা বলেছি। সেটাই আজ পোস্ট করলাম। দ্বিতীয়টি দু-এক দিনের মধ্যেই করবো।  কেমন লাগলো কমেন্টে তা জানিয়ে দিয়ো।  নিরাপদে থাকো। সবাই সুস্থ থাকো।  ১ম পডকাস্ট     ২য় পডকাস্ট কিশোর বাতায়ন -  http://konnect.edu.bd/  গুগল ফর্ম - যারা গুগল ক্লাসরুমে যোগ  দিতে চাও তাদের জন্য আমার পোর্টফোলিও

নমুনা পাঠটীকা (Lesson Plan)

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রায়ই পাঠটীকার প্রয়োজনীয়তা দেখা দেয়। আর বিএড অধ্যয়রত শিক্ষকদের অনেক সময় পাঠটীকার নমুনা সংগ্রহ করতে অনেক ঝক্কিঝামেলা পোহাতে হয়। এই জন্য প্রয়োজনে যাতে হাতের কাছে থাকা নমুনা দেখে দ্রুত একটি ধারনা পাওয়া যায় সে জন্য এখানে একটি নমুনা পাঠটীকা দেয়া হল। পিডিএফ ফাইলটি খুলতে নিচের লিঙ্কে ক্লিক করুন। নমুনা পাঠটীকা Lesson Plans are important for teachers in the edcucational institutions. Teachers stduying Bed sometimes find it hard to get a sample copy of a lesson plan. A smaple lesson has been given here  so that teachers can take a look to get ready their own lesson plans. Please Click the link below.: Sample Lesson Plan - English বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠটীকার কাভার পেজগুলো নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করে নাম ও অন্যান্য তথ্য পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন পাঠটিকা-১ পাঠটিকা-2 নির্ধারিত কাজ-১ নির্ধারিত কাজ-2 English Cover Page for Lesson Plan & Assignment Lesson Plan Assignment-1 জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাভার পেজ নিচের লিঙ্ক থ

লিসেনিং ক্লাসের গল্প

Image
ইংরেজি ভাষায় আমি খুবই দুর্বল ছিলাম। এ জন্য অনেক ভুগেছি। মূলত সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে স্কুলের ইংরেজি শিক্ষক হিসাবে যোগদানের পর চিন্তা ছিল-যে দুর্বলতাগুলো আমাদের সময় ছিল তা যদি কোনভাবে পুষিয়ে দিতে পারি! ভাষা শেখার জন্য প্রয়োজন চারটি ক্ষেত্রে দক্ষতা অর্জন: ক. শোনা , খ. বলা,  গ. পড়া, ঘ. লেখা আমাদের সময় শুধু গ ও ঘ মানে পড়া আর লেখাটাই ছিল। লিসেনিং বা শোনার জন্য ল্যাব কোন স্কুলেই ছিল না তাই এই দিকটা অপূর্ণ থেকে যেতো। যেহেতু লেসেনিং-এর জন্য যন্ত্রপাতি এখন অনেক সহজলভ্য, ঠিক করলাম ভাষা শেখার জন্য আমি লিসেনিং-এর ক্লাস নেব।  প্রেক্ষাপটে স্কুলে নতুন এসেছি, যে স্কুলটায় আমি যোগদান করি স্কুলটা শহরে হলেও শ্রমজীবি লোকদের বাচ্চারা পড়াশোনা করে। কারো বাবা হয়তো খুচরা দোকানদার, কারো বাবা মিস্ত্রি, আবার কারো বাবা হয়তো রাজমিস্ত্রী, রিকশা চালক, গার্মেন্টসের শ্রমিক, ইল্কেট্রিক মিস্ত্রি, ঝালমুড়ি বিক্রেতা ইত্যাদি। অনেক ছেলেমেয়ের মা কিংবা বাবা নেই। ভাঙ্গা সংসার।  স্কুলটি যদিও সরকারি খাস জমিতে অবস্থিত তবে বাহিরের কোন অনুদান নেই। সমস্ত শিক্ষকদের বেতন হয় ছাত্রছাত্রীদের পয়সায়। মোট ৭টি কক্ষের একট

স্কুলে কেন ইউনিফর্ম পরতে হয়?

Image
শার্ট, টাই এবং ব্লেজার আমার পছন্দের পোশাক না যদিও, তাই বলে স্কুলে ইউনিফর্ম পরিধানের ধারনাটিকে আমি একেবারে ছুঁড়ে ফেলে দেব না। স্কুলের পোশাক পরলে আমাদের এক ধরনের গর্ব জাগে, স্কুলের একটি পরিচয় সৃষ্টি করে। স্কুলের ছাত্র হওয়ার জন্য পোশাক খুবই গুরুত্বপূর্ণ।  “তুমি যে একটি প্রতিষ্ঠানের অংশ, ইউনিফর্ম সেই পরিচয় বহন করে। পোশাকটি পরিধান কওর এই বুঝান হয় যে আমরা সবাই একত্রে আছি” বলেন নেইলি ওয়েড একাডেমির প্রধান শিক্ষক জেসন উইং। “আবার তুমি যদি গর্বের সাথে তোমার ইউনিফর্মটি পর, এতে বোঝায় তুমি অর্ধেকটা সম্মান অর্জন করে ফেলেছ, কোন প্রতষ্ঠিানরে যে সামগ্রীক পরচিয় সেটাকে তুমি ধারণ করে ফেল।” ইংরেজির শিক্ষক ক্লেয়ার হাউলেট একই কথা বলেন, “ স্কুলের পোশাক ছাত্রদের মধ্যে এই বোধ জাগিয়ে তোলে যে তারা নির্দিষ্ট একটি স্কুলের অন্তর্ভুক্ত এবং এলাকার মধ্যে স্কুলের জন্য পরিচয় তৈরি করে।  যেসব স্কুল পোশাক পরিচ্ছদে বেশি আনুষ্ঠানিকতা মেন চলে আমার মনে হয় আমার স্কুলটাও সেদিকে এগিয়ে যাচ্ছে- এই সেপ্টম্বর থেকে পুরানো জাম্পার এবং পোলো শার্টের পরিবর্তে আমি শার্ট আর ব্লেজার পরতে যাচ্ছি। কিছু ছাত্রছাত্রী পরিবর্তনের বিষয়ে অ