Posts

Showing posts from 2023

চট্টগ্রামে স্কুলের ঘন্টা কোথায় পাবেন?

Image
  স্কু লের ঘন্টার ধ্বনি  আর যে কোন ঘন্টা ধ্বনির চাইতে আলাদা। স্কুলের শিক্ষার্থীদের কাছে এই ঘন্টা ধ্বনির আবেদন যতটা গভীর তারও চাইতে বেশি বোধ হয় যারা স্কুল ছেড়ে যায় তাদের কাছে। খুবই নস্টালজিক! কিন্তু এই ঘন্টা কিনতে পাওয়া যায় কোথায়?  আন্দরকিল্লায় স্টেশনারির দোকানগুলোয় ঘন্টা পাওয়া যাবে না। তারা হয়তো আপনাকে অর্ডার নিয়ে ব্যবস্থা করে দিতে পারে কিন্তু ঘন্টা বিক্রি করে না।  এ জন্য আপনাকে  যেতে হবে বক্সিরহাট। টেরি বাজারের ভেতর দিয়ে ৮ বা ১০ মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন।  এখানকার দোকানগেুলোতে গেলে আপনাকে ঘন্টা দেখাবে। বিক্রি হয় কেজিতে । বেশির ভাগ ঘন্টা দু কেজি ওজনের। সবচাইতে বড় ঘন্টা ৩ কেজির কাছাকাছি। এর চাইতে বড় কিনতে হলে আপনাকে অর্ডার করতে হবে। ভাল পিতলের ঘন্টার কথা বললে এরা ধামরাইয়ের ঘন্টার কথা বলে। বিক্রি করার সময় কেজিতে মেপে আপনাকে দেখাবে। বিভিন্ন দোকানে বিভিন্ন দরে কেজি প্রতি ৮৫০টাকা হতে ১০৫০টাকা পর্যন্ত হয়। পিতলের ঘন্টার সাথে  একটি কাঠের হাতুরিও দিয়ে দেবে আপনাকে। ঘন্টার উপরের দিকে একটিা ছিদ্র করাই থাকে যাতে করে রশি দিয়ে ঝোলানো যায়।  ৩ কেজি ওজনের  একটি ঘন্টা কিনতে ২৭০০ থেকে ৩০০০টাকা পর্যন্ত