Posts

Showing posts from January, 2020

স্কুলে কেন ইউনিফর্ম পরতে হয়?

Image
শার্ট, টাই এবং ব্লেজার আমার পছন্দের পোশাক না যদিও, তাই বলে স্কুলে ইউনিফর্ম পরিধানের ধারনাটিকে আমি একেবারে ছুঁড়ে ফেলে দেব না। স্কুলের পোশাক পরলে আমাদের এক ধরনের গর্ব জাগে, স্কুলের একটি পরিচয় সৃষ্টি করে। স্কুলের ছাত্র হওয়ার জন্য পোশাক খুবই গুরুত্বপূর্ণ।  “তুমি যে একটি প্রতিষ্ঠানের অংশ, ইউনিফর্ম সেই পরিচয় বহন করে। পোশাকটি পরিধান কওর এই বুঝান হয় যে আমরা সবাই একত্রে আছি” বলেন নেইলি ওয়েড একাডেমির প্রধান শিক্ষক জেসন উইং। “আবার তুমি যদি গর্বের সাথে তোমার ইউনিফর্মটি পর, এতে বোঝায় তুমি অর্ধেকটা সম্মান অর্জন করে ফেলেছ, কোন প্রতষ্ঠিানরে যে সামগ্রীক পরচিয় সেটাকে তুমি ধারণ করে ফেল।” ইংরেজির শিক্ষক ক্লেয়ার হাউলেট একই কথা বলেন, “ স্কুলের পোশাক ছাত্রদের মধ্যে এই বোধ জাগিয়ে তোলে যে তারা নির্দিষ্ট একটি স্কুলের অন্তর্ভুক্ত এবং এলাকার মধ্যে স্কুলের জন্য পরিচয় তৈরি করে।  যেসব স্কুল পোশাক পরিচ্ছদে বেশি আনুষ্ঠানিকতা মেন চলে আমার মনে হয় আমার স্কুলটাও সেদিকে এগিয়ে যাচ্ছে- এই সেপ্টম্বর থেকে পুরানো জাম্পার এবং পোলো শার্টের পরিবর্তে আমি শার্ট আর ব্লেজার পরতে যাচ্ছি। কিছু ছাত্রছাত্রী পরিবর্তনের বিষয়ে অ