লকডাউনে শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে : পডকাস্ট

প্রিয় শিক্ষার্থীরা, 
কেমন আছ তোমরা। ঘরে থেকে থেকে মেজাজ খারাপ! আর ভাল লাগছে না? সে জন্য তোমাদের কথা মনে রেখে এই ঘরবন্দী জীবনটা কীভাবে আনন্দময় করা যায়, কী কী কাজ করে আমরা একটু অর্থবহভাবে আমাদের সময়টা ব্যয় করতে পারি তাই নিয়ে তোমাদের সাথে কথা বলতে চেয়েছি। প্রথমে ভেবে ছিলাম পড়াশোনার কথা থাকবে না, অন্য আর কী কী করে আনন্দের সাথে সময়টা পার করতে পারি শুধু সে কথা বলব। কিন্তু পরে তোমাদের ঠিক করলাম না পড়াশোনাটা একবারে বাদ দেয়া ঠিক হবে না, তাই পডকাস্টটি দুভাগে ভাগ করলাম, প্রথমটিতে তোমাদের লেখাপড়া নিয়ে অল্পসল্প কথা বলেছি। সেটাই আজ পোস্ট করলাম। দ্বিতীয়টি দু-এক দিনের মধ্যেই করবো। 

কেমন লাগলো কমেন্টে তা জানিয়ে দিয়ো। 

নিরাপদে থাকো। সবাই সুস্থ থাকো। 



১ম পডকাস্ট    


২য় পডকাস্ট


Comments

Popular posts from this blog

Bangladesh Open University Bed. Question Paper 2017 & 2018

নমুনা পাঠটীকা (Lesson Plan)

শিক্ষকতাকে এক সময় ঘৃণা করতাম, পরে বুঝতে পারলাম যে আমার স্কুলটাই মূলত প্রধান সমস্যা ছিল।