মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষা সংক্রান্ত খবর, গবেষণা ও বিনোদন ভিত্তিক ব্লগ
This blog is about news, research, and entertainment on secondary level education in Bangladesh.
Anandapatra
যে ১০০টি গল্পের বই মাধ্যমিক স্কুল ছেড়ে যাওয়ার পূর্বেই শেষ করা উচিত
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
মাধ্যমিক স্কুল ত্যাগের পূর্বেই যে ১০০টি বই ছাত্রছাত্রীদের পড়া উচিত বলে মনে করেন তাদের শিক্ষকরা (যুক্তরাজ্যের TES অনলাইনে প্রকাশিত)
শার্ট, টাই এবং ব্লেজার আমার পছন্দের পোশাক না যদিও, তাই বলে স্কুলে ইউনিফর্ম পরিধানের ধারনাটিকে আমি একেবারে ছুঁড়ে ফেলে দেব না। স্কুলের পোশাক পরলে আমাদের এক ধরনের গর্ব জাগে, স্কুলের একটি পরিচয় সৃষ্টি করে। স্কুলের ছাত্র হওয়ার জন্য পোশাক খুবই গুরুত্বপূর্ণ। “তুমি যে একটি প্রতিষ্ঠানের অংশ, ইউনিফর্ম সেই পরিচয় বহন করে। পোশাকটি পরিধান কওর এই বুঝান হয় যে আমরা সবাই একত্রে আছি” বলেন নেইলি ওয়েড একাডেমির প্রধান শিক্ষক জেসন উইং। “আবার তুমি যদি গর্বের সাথে তোমার ইউনিফর্মটি পর, এতে বোঝায় তুমি অর্ধেকটা সম্মান অর্জন করে ফেলেছ, কোন প্রতষ্ঠিানরে যে সামগ্রীক পরচিয় সেটাকে তুমি ধারণ করে ফেল।” ইংরেজির শিক্ষক ক্লেয়ার হাউলেট একই কথা বলেন, “ স্কুলের পোশাক ছাত্রদের মধ্যে এই বোধ জাগিয়ে তোলে যে তারা নির্দিষ্ট একটি স্কুলের অন্তর্ভুক্ত এবং এলাকার মধ্যে স্কুলের জন্য পরিচয় তৈরি করে। যেসব স্কুল পোশাক পরিচ্ছদে বেশি আনুষ্ঠানিকতা মেন চলে আমার মনে হয় আমার স্কুলটাও সেদিকে এগিয়ে যাচ্ছে- এই সেপ্টম্বর থেকে পুরানো জাম্পার এবং পোলো শার্টের পরিবর্তে আমি শার্ট আর ব্লেজার পরতে যাচ্ছি। কিছু ছাত্রছাত্রী পরিবর্তনে...
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড প্রশ্নপত্র Bangladesh Open University Question Paper বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড প্রশ্নপত্র - ১ম সিমেস্টার ২০১৭ Bangladesh Open University Question Paper - 1st Semester 2017 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড প্রশ্নপত্র - ১ম সিমেস্টার ২০১৮ Bangladesh Open University Question Paper - 1st Semester 2018 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড প্রশ্নপত্র - ২য় সিমেস্টার ২০১ ৮ Bangladesh Open University Question Paper - 2nd Semester 2018 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড প্রশ্নপত্র - ২য় সিমেস্টার ২০১৯ Bangladesh Open University Question Paper - 2nd Semester 2019
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রায়ই পাঠটীকার প্রয়োজনীয়তা দেখা দেয়। আর বিএড অধ্যয়রত শিক্ষকদের অনেক সময় পাঠটীকার নমুনা সংগ্রহ করতে অনেক ঝক্কিঝামেলা পোহাতে হয়। এই জন্য প্রয়োজনে যাতে হাতের কাছে থাকা নমুনা দেখে দ্রুত একটি ধারনা পাওয়া যায় সে জন্য এখানে একটি নমুনা পাঠটীকা দেয়া হল। পিডিএফ ফাইলটি খুলতে নিচের লিঙ্কে ক্লিক করুন। নমুনা পাঠটীকা Lesson Plans are important for teachers in the edcucational institutions. Teachers stduying Bed sometimes find it hard to get a sample copy of a lesson plan. A smaple lesson has been given here so that teachers can take a look to get ready their own lesson plans. Please Click the link below.: Sample Lesson Plan - English বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠটীকার কাভার পেজগুলো নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করে নাম ও অন্যান্য তথ্য পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন পাঠটিকা-১ পাঠটিকা-2 নির্ধারিত কাজ-১ নির্ধারিত কাজ-2 English Cover Page for Lesson Plan & Assignment Lesson Plan Assignment-1 জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাভার পেজ নিচের লিঙ...
Comments
Post a Comment