চট্টগ্রাম শহরে হতে যাচ্ছে নতুন দুটি স্কুল।

খুবই ভাল উদ্যোগ। সেই ছোট থেকে সরকারি যে কয়টা স্কুল দেখে আসছিলাম এখনোই সেই কটাই আছে। সরকরি স্কূলগুলো পরিপূর্ণ স্কুল। হোস্টেল থাকে, প্রধান শিক্ষকের জন্য বাসা, খেলার মাঠ...। গত বিশ বছরে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে সম্ভবত বিশগুণেরও বেশি কিন্তু মাধ্যমিক পর্যায়ে সরকারি স্কুল বাড়ে নি।
প্রতি বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে ২ হাজার শিক্ষার্থী ।। চট্টগ্রাম পাচ্ছে নতুন দুই সরকারি বিদ্যালয় : দৈনিক আজাদী, ২৭ জুলা্ই, ২০১৫

Comments

Popular posts from this blog

Bangladesh Open University Bed. Question Paper 2017 & 2018

নমুনা পাঠটীকা (Lesson Plan)

শিক্ষকতাকে এক সময় ঘৃণা করতাম, পরে বুঝতে পারলাম যে আমার স্কুলটাই মূলত প্রধান সমস্যা ছিল।